Friday, 26 October 2018

ek paye nupur TOPU with lyrics



গানের শিরোনাম : এক পায়ে নুপুর
অ্যালবাম : বন্ধু ভাবো কি
শিল্পী : তপু ও আনিলা
কথা : তপু
সুর : তপু


এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ...............

বলবনা আকাশের চাদ এনে দেব
বলবনা তুমি রাজকন্যা
সুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি .............

নয় মিছে আশা, নয় সুধু ভালবাসা
নয় অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি
আমাদের তরী আজো বায় এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ............

চাদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা
যত ভালোবাসী তারে
দুরে রয়ে যাব, তত আমি জেনেছি


এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ..........



সেরা কিছু গান শুনতে----

অসম সমিকরন
https://youtu.be/DnfTsZYN7yg


হঠাৎ দূজনে- এলিটা
https://youtu.be/X5jMRhaB8NE


একটি চোখে কাজল- সঞ্জিব চৌধুরী
https://youtu.be/5pd-O0Z8Yl4


source

No comments:

Post a Comment